Q1) ভারতীয় সংবিধানের কোন ধারায় “আইনের চোখে সবাই সমান” এর উল্লেখ আছে ?
A. Article 14
B. Article 18
C. Article 23
D. Article 17
Explanation : আরও কিছু জানা দরকার :- i)ভারতীয় সংবিধানের তৃতীয় অংশের অন্তর্গত 12 -35 নাম্বার ধারায় মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে। ii) ভারতীয় সংবিধানে বর্তমানে মোট 6টি মৌলিক অধিকার রয়েছে। iii) 1978 সালের 44 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার কে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে বর্তমানে এটি সাধারণ আইনগত অধিকার হিসেবে 300(A) ধারায় সংযোজিত হয়েছে।
Q2) ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক হলেন কে ?
A. প্রধানমন্ত্রী
B. রাষ্ট্রপতি
C. প্রতিরক্ষামন্ত্রী
D. বিদেশ মন্ত্রী
Explanation : আরও কিছু জানা দরকার :- i)বর্তমান রাষ্ট্রপতির হলেন – দ্রৌপদী মুর্মু। ii) রাষ্ট্রপতিকে “নিয়মতান্ত্রিক” বা “নামসর্বস্ব শাসক” বলা হয়। iii) সংবিধানের 52 নং ধারায় রাষ্ট্রপতি পদের কথা বলা হয়েছে। iv) সংবিধানের 61 নং ধারায় “ইমপিচমেন্ট” পদ্ধতির কথা বলা হয়েছে যার মাধ্যমে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়। v) রাষ্ট্রপতি হলেন দেশের “প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক”। vi) সংবিধানের 72 নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা করতে পারেন। vii) রাষ্ট্রপতি সংবিধান অনুসারে দেশে তিন ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, যেমন :- 1. “জাতীয় জরুরি অবস্থা” সংবিধানের 352 নং ধারা অনুযায়ী, 2. “রাজ্য জরুরি অবস্থা” সংবিধানের 356 নং ধারা অনুযায়ী, 3. “আর্থিক জরুরি অবস্থা” সংবিধানের 360 নং ধারা অনুযায়ী।
Q3) পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি ?
A) লোকসভা
B) রাজসভা
C) বিধানসভা
D) কোনটি নয়
Explanation : i)ভারতীয় পার্লামেন্ট বা সংসদ দুটি কক্ষ নিয়ে গঠিত। ii) উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভা iii) রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি এবং লোকসভায় সভাপতিত্ব করেন স্পিকার বা অধ্যক্ষ iv) বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি হলেন – জগদীপ ধনখড় এবং অধ্যক্ষ বা স্পিকার হলেন – ঔম বিড়লা, v) লোকসভার আসন সংখ্যা সর্বাধিক 552 এবং রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা 250, vi) রাষ্ট্রপতি লোকসভায় ইঙ্গ-ভারতীয় সদস্য হিসাবে 2 জনকে মনোনীত করেন এবং রাজ্যসভায় 12 জনকে।
Q4) রাজ্যের রাজ্যপাল কার দ্বারা নিযুক্ত হন ?
A.প্রধানমন্ত্রী
B.সুপ্রিম কোর্টের বিচারপতি
C.রাষ্ট্রপতি
D.নির্বাচন কমিশনার
Explanation : পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল হলেন – আনন্দ বোস.
Q5) কবে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় ?
A.1956
B.1957
C.1955
D.1856
Explanation :
Q6) বর্তমান ভারতে মোট কতগুলো রাজ্য রয়েছে ?
A.27 টি
B.28 টি
C.29 টি
D.30 টি
Explanation :
Q7) অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয় কত সালে ?
A.2014
B.2015
C.2013
D.2016
Explanation :
Q8) আয়তনের হিসাবে বিশ্বে ভারত কততম দেশ ?
A.সপ্তম
B.অষ্টম
C.নবম
D.দশম
Explanation :
Q9) কুতুবমিনার কে তৈরি করেছিলেন ?
A.ইলতুৎমিস
B.আলাউদ্দিন খলজি
C.মোহাম্মদ বিন তুঘলক
D.আকবর
Explanation :
Q10) কেদারনাথ মন্দির কোথায় অবস্থিত ?
A.জম্বু ও কাশ্মীর
B.ওড়িশা
C.মধ্যপ্রদেশ
D.উত্তরাখান্ড
Explanation :
Q11) মাউন্ট এভারেস্ট জয় প্রথম মহিলার নাম কি ?
(A) পি টি ঊষা
(B) উসা সচদেব
(C) মেরীকম
(D) জুনকো তাবেই
Explanation :
Q12) অর্জুন পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়েছিল ?
(A) 1969
(B) 1961
(C) 1856
(D) 1975
Explanation :
Q13) OPEC এর সদস্য নয় নিজের কোন দেশটি ?
(A) আলজেরিয়া
(B) ইন্দোনেশিয়া
(C) মালয়েশিয়া
(D) নাইজেরিয়া
Explanation :
Q14) লোকসভার সদস্য সংখ্যা সর্বাধিক কত হতে পারে?
(A) 512
(B) 542
(C) 555
(D) 552
Explanation :
Q15) ফতেপুর সিক্রি কার আমলে গঠিত হয়েছিল ?
(A) আকবর
(B) শাহজাহান
(C) বাবর
(D) হুমায়ুন
Explanation :
Q16) সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন?
(A) বানভট্ট
(B) হরিষেন
(C) তানসেন
(D) কালিদাস
Explanation :
Q17) স্মৃতি মন্ধনা কোন খেলার সাথে যুক্ত ?
(A) হকি
(B) ক্রিকেট
(C) টেবিল টেনিস
(D) ফুটবল
Explanation :
Q18) জৈনদের প্রথম তীর্থঙ্করের নাম কি ছিল?
(A) আজিতনাথ
(B) ঋসাভদেব
(C) পার্সোনাথ
(D) আরিসনাথ
Explanation :
Q19) পাখি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় ?
(A) আর্নিথলজি
(B) পেমোলজি
(C) পেরোলজি
(D) অ্যানথোলজি
Explanation :
Q20) সংসদের উচ্চকক্ষের নাম কি ?
(A) লোকসভা
(B) রাজ্যসভা
(C) বিধানসভা
(D) জেলা পরিষদ
Explanation :