Voice Change-01

Q1) The tiger killed a deer.

A)A deer is killed by the tiger.

B) A deer was kill by the tiger.

C)A deer were killed by the tiger.

D) A deer was killed by the tiger.

Answer : D) A deer was killed by the tiger.
Explanation : Active এর ক্ষেত্রে — The tiger – Subject, killed – Verb, a deer – Object এবং Sentence টি Simple Tense এ আছে। Passive এর ক্ষেত্রে — i)Object থেকে Subject হিসাবে A deer বসেছে ii)A deer, যেহেতু Singular তাই was হয়েছে Simple Past থেকে was/ were bosey, iii) Verb হিসাবে Killed ব্যবহার হয়েছে, কারণ passive করতেই Verb এর V3 form ব্যবহার করতে হয়। iv) শেষে যখন আমরা Subject কে Object ব্যবহার করবো তার আগে by লিখতে হবে। খেয়াল রাখতে হবে, Noun হলে পরিবর্তন হবে না, কিন্তু pronoun থাকলে পরিবর্তন হবে। এখানে যেহেতু the tiger, noun তাই সেটিই বসে গেছে।

Q2) The children love the playground.

A) The playground had loved by the children

B) The playground is loved by the children.

C) The playground was loved by the children

D) The playground is being loved by the children

Answer : B) The playground is loved by the children.
Explanation : Active এর ক্ষেত্রে — The children – Subject, love – Verb, the playground – Object এবং Sentence টি Simple present Tense এ আছে। Passive এর ক্ষেত্রে — i)Object থেকে Subject হিসাবে the playground বসেছে ii) the playground, যেহেতু Singular তাই is হয়েছে Simple present থেকে am/is/are বসে, iii) Verb হিসাবে loved ব্যবহার হয়েছে, কারণ passive করতেই Verb এর V3 form ব্যবহার করতে হয়। iv) শেষে যখন আমরা Subject কে Object ব্যবহার করবো তার আগে by লিখতে হবে। খেয়াল রাখতে হবে, Noun হলে পরিবর্তন হবে না, কিন্তু pronoun থাকলে পরিবর্তন হবে। এখানে যেহেতু the children, noun তাই সেটিই বসে গেছে।

Q3) She handles all tasks efficiently.

A) All tasks are handled efficiently by her.

B) All tasks are handled efficiently by her.

C) All tasks are handled efficiently by her.

D) All tasks are handled efficiently by her.

Answer : A) All tasks are handled efficiently by her.
Explanation : Active এর ক্ষেত্রে — She – Subject, handles- Verb, all tasks – Object এবং Sentence টি Simple present Tense এ আছে। Passive এর ক্ষেত্রে — i)Object থেকে Subject হিসাবে all tasks বসেছে ii) all tasks, যেহেতু Plural তাই are হয়েছে Simple present থাকলে passive এ পরিবর্তন করতে am/is/are ব্যবহার করতে হয়।, iii) Verb হিসাবে handled ব্যবহার হয়েছে, কারণ passive করতেই Verb এর V3 form ব্যবহার করতে হয়। iv) শেষে যখন আমরা Subject কে Object ব্যবহার করবো তার আগে by লিখতে হবে। খেয়াল রাখতে হবে, Noun হলে পরিবর্তন হবে না, কিন্তু pronoun থাকলে পরিবর্তন হবে। এখানে যেহেতু She, Pronoun তাই পরিবর্তন হয়ে her বসে গেছে।

H/W) Romesh will direct the show.

A) The show will directed by Romesh.

B) The show shall be directed by Romesh.

C) The show would be directed by Romesh.

D) The show will be directed by Romesh.

Answer : H/W)
Explanation : আপনার সঠিক উত্তরটি কমেন্ট করুন, ভুল হলেও চেষ্টা করতে হবে,, আমি দেখে নেবো, ভুল থাকলে সংশোধন করে দেবো।

Related Posts

English Practice -01

(A) Beside (B) besides (C) aside (D) except View Answer Answer : (B) Besides 2) Meditation is _______ way to calm your nerves. (A) A best (B) one of the…

Continue Reading

Fill in the Blank-02

Q1) I gave him ___ one-rupee coin. (A) a (B) an (C) the View Answer Answer : A) a (D) None of these Q2) Arka sat ____ Mahesh and Ramesh.…

Continue Reading

One thought on “Voice Change-01

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *