Q1)বায়ুমন্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত ?
A) 77.17 ভাগ
B) 20.60 ভাগ
C) 0.03 ভাগ
D) 0.80 ভাগ
Explanation : নাইট্রোজেন: ৭৮.০৯ ভাগ অক্সিজেন: ২০.৯৫ ভাগ আর্গন: ০.৯৩ ভাগ কার্বন ডাইঅক্সাইড: ০.০৩ ভাগ অন্যান্য গ্যাসের মিশ্রণ (নেভি): স্পর্শমাত্রায় ০.০৩ ভাগ।
Q2) কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভূত হয় ?
A)ভিটামিন B
B)ভিটামিন D
C)ভিটামিন C
D)ভিটামিন P
Explanation : ভিটামিন A,D,E,K মানে (এদিকে আয়) মনে রাখলেই হবে।
Q3) ক্লোরোফিল অণুতে কোন খনিজ পদার্থ পাওয়া যায় ?
A)Fe
B)Cu
C)Mg
D)Mn
Explanation : ক্লোরোফিল অণুতে আমরা প্রায়ই ম্যাগনেসিয়াম (Mg) পাই। ম্যাগনেসিয়াম হল ক্লোরোফিলের মূল খনিজ পদার্থ। এটি ক্লোরোফিল মৌলিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
Q4) বর্ণালীর কোন রং এ সালোকসংশ্লেষ সবচেয়ে ভালো হয় ?
A)লাল
B)নীল
C)হলুদ
D)কোনটিই নয়
Explanation : প্রধান সালোকসংশ্লেষকারী অঙ্গ – পাতা, সালোকসংশ্লেষের প্রধান স্থান – মেসোফির কলা, সালকসংশ্লেষকারী অঙ্গানু -ক্লোরোপ্লাস্ট, সালোকসংশ্লেষে প্রধান রঞ্জক – ক্লোরোফিল, সালোকসংশ্লেষ শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী বার্নেস 1898 সালে। সালোকসংশ্লেষের প্রধান তিনটি উপাদান হল – সূর্যালোক, জল এবং কার্বন-ডাই-অক্সাইড
Q5) কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ?
A)ভিটামিন A
B)ভিটামিন C
C)ভিটামিন D
D)ভিটামিন K
Explanation : ভিটামিন C এর রাসায়নিক নাম অ্যাসকরবিক অ্যাসিড, ভিটামিন A এর অভাবে – রাতকানা রোগ, ভিটামিন ডি এর অভাবে – ছোটদের রিকেট এবং বড়োদের আস্তিওমলেশিয়া, ভিটামিন K এর অভাবে – রক্তাল্পতা, ভিটামিন E এর অভাবে – বন্ধ্যাত্ব, ভিটামিন B1 এর অভাবে – বেরিবেরি,
Q6) সর্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয় ?
A)A
B)B
C)O
D)AB
Explanation : “ও রক্ত দিলো আমার বাবাকে” লাইনটি মনে রাখতে হবে, ‘ও’ মানে O GROUP যে দান করে তাকে দাতা বলা হয়, আমার বাবাকে মানে আমার (A) & বাবাকে (B) = AB আমার বাবা গ্রহণ করছে বলে “সার্বজনিক গ্রহীতা” বলা হয়।
Q7) লজ্জাবতীর পাতার চলন কি প্রকারের চলন ?
A)নিকটিনস্টি
B)হায়পোনাস্টি
C)সিসমোনাস্টি
D)কেমোনাস্টি
Explanation : আরো কিছু জেনে রাখো – i)ফটোন্যাস্টি – পদ্মফুল, সূর্যমুখী, তেতুল ইত্যাদি উদ্ভিদ ii) থার্মোন্যাস্টি – টিউলিপ ফুল iii) কেমোন্যাস্টি – সূর্যশিশির,
Q8) দুধে কোন খাদ্য উপাদানের অভাব থাকে ?
A)Fe & vitamin C
B)Ca & Vitamin C
C)Vitamin A & Ca
D)Vitamin A & Fe
Explanation :
Q9) নিচের কোন হরমোনটি লোকাল হরমোন নামে পরিচিত ?
A)গাস্টিন
B)হিস্টামিন
C)ব্রাডিকাইনিন
D)আক্সিটোসিন
Explanation : i)বীজহীন ফল উৎপাদনের সাহায্যকারী হরমোন – অক্সিন ii) বীজের অঙ্কুরোদগমের সাহায্যকারী হরমোন – জীববেরেলিন, iii) উদ্ভিদে স্ট্রেস হরমোন – ইথিলিন, iv) বৃক্ষ থেকে নিঃসৃত হয়- ইথিলিন হরমোন, v) ইনসুলিনের অভাবে ঘটে – বহুমূত্র রোগ, vi) গলগন্ড রোগ হওয়ার কারণ হলো – আয়োডিনের অভাব
Q10) আইলেটস অফ লঙ্গড়হানস কোথায় অবস্থিত?
A)বৃক্কে
B)ট্রাকিয়ায়
C)অগ্নাশয়ের
D)পাকস্থলীতে
Explanation : প্রত্যেকে অনুরোধ করছি সঠিক উত্তরটি কমেন্ট করুন আমি দেখতে চাই আপনাদের প্রস্তুতি কেমন হচ্ছে।
Sir questions er ans gulo comments korte somossa। hoche comments box ta onek ta niche to
at first thnx for cmt… continue class watch koro and daily dekhte thako,,,, tomader jonno class,,,