Q1) একজন পুরুষকে উদ্দেশ্য করে এক মহিলা বললেন, “ওই ব্যক্তির মা আমার মায়ের একমাত্র মেয়ে।” মহিলাটি পুরুষটির কে হন ?”
A) মা
B) মেয়ে
C) ভাইজী
D) পিসি
Explanation :
বিস্তারিত আলোচনা আপনার জন্য :- i)”আমার মায়ের একমাত্র মেয়ে” কথার অর্থ হল — মহিলাটির মায়ের একমাত্র মেয়ে, মানে মহিলাটি নিজেই। এবং ii) “ওই ব্যক্তির মা” অর্থাৎ ব্যক্তিটির মা হলেন মহিলাটি মানে তাদের সাথে সম্পর্কটি হল “মা ও ছেলে”। তাই প্রশানুযায়ী মহিলাটি পুরুষটির বা ব্যক্তিটির নিশ্চয় মা হবে।
Q2) একজন মহিলাকে দেখিয়ে রঞ্জন বলল, “মহিলাটির বাবার একমাত্র পুত্র আমার বাবা।” রঞ্জন মহিলাটির কে হয় ?
A) পিতা
B) পুত্র
C) কাকা
D) ভাইপো
Explanation :
বিস্তারিত আলোচনা আপনার জন্য :- i) “মহিলাটির বাবার একমাত্র পুত্র” অর্থাৎ মহিলাটির ভাই এবং ii) “আমার বাবা” অর্থাৎ রঞ্জনের বাবা, সহজ ভাষায় বলা যায় মহিলাটির ভায়ের পুত্র হল রঞ্জন। সম্পর্ক তাদের মধ্যে দাঁড়াল “পিসি- ভাইপো”। তাই প্রশানুযায়ী, “রঞ্জন মহিলাটির কে হয়?” উত্তর নিশ্চয় ভাইপো।
Q3) S হল A – এর ভাইয়ের স্ত্রী এবং F এর পুত্রবধূ। D হল A – এর একমাত্র ভাই এবং D হল K এর বাবা। S, K এর কে হন ?
A) শাশুড়ি
B) ঠাকুরমা
C) মা
D) মাসি
Explanation :
বিস্তারিত আলোচনা আপনার জন্য :- i) D যদি A এর একমাত্র ভাই হয়, তাহলে “A এর একমাত্র ভাইয়ের স্ত্রী” মানে D এর স্ত্রী, ii) আবার “F এর পুত্রবধূ S” মানে F এর ছেলে হল D ও A. iii) D যদি K এর বাবা হয়, তাহলে D ও S স্বামী- স্ত্রী হবে। iv) প্রশানুযায়ি, S, K এর কে হবে, নিশ্চয় মা হবে।