Narration Change-01

Q1) I said to her, “When do you do your homework?

A) I asked her when she done her homework.

B) I asked her if she done her homework.

C) I asked her when she did her homework.

D) I asked him when she do her homework.

Answer : C) I asked her when she did her homework.
Explanation : এটি Interrogative sentence আছে, তাই that এর পরিবর্তে W/H word (Who,when,what,which,how etc) যাই থাকুক না কেনো সেটিই (W/H) বসে যাবে। তাই উক্ত প্রশ্ন অনুযায়ী i) “said to” পরিবর্তে asked ii) that না বসে when বসেছে W/H এর নিয়ম অনুযায়ী, iii) you এর পরিবর্তে her বসেছে, কারণ মেয়ে বোঝাচ্ছে বলে, iv) “do” main verb তাই “did” বসেছে, কারণ Simple Present Tense থেকে Simple Past Tense হয়েছে। আর তাছাড়া আমরা জানি Simple Past Tense এর গঠন হল Subject + Verb 2 form + Object বসে, v) শেষে your homework এর পরিবর্তে her homework বসেছে female ছিল তাই।

Q2) We said to him, “Are you ill ?”

A) We asked him if you are ill.

B) We asked him if he was ill.

C) We asked him that you was ill.

D) We told him that he is ill.

Answer : B) We asked him if he was ill.
Explanation : চলো জেনে নেওয়া যাক, কি করে হলো — i) said to এর পরিবর্তে asked হলো কারণ Interrogative বা প্রশ্নবোধক বাক্য আছে তাই, ii) that না বসে if বসেছে কারণ হলো, interrogative sentence টি Auxiliary Verb (are, is, am, was, were, has, have, had etc) আছে। iii) him ছিল তাই he বসেছে। iv) am, is, are যদি থাকে তাহলে was, were বসে, তাই এখানে are এর পরিবর্তে was বসেছে।

Q3) Sachin said to me, “Where do you live ?

A) Sachin asked me where I lived.

B) Sachin asked me where I lived.

C) Sachin asked me where I lived.

D) Sachin asked me where I lived.

Answer : D) Sachin asked me where I lived.
Explanation : চলো জেনে নেওয়া যাক, কি করে হলো — i) said to এর পরিবর্তে asked হলো কারণ Interrogative বা প্রশ্নবোধক বাক্য আছে তাই, এটি Interrogative sentence আছে, তাই that এর পরিবর্তে W/H word (Who,when,what,which,how etc) যাই থাকুক না কেনো সেটিই (W/H) বসে যাবে। তাই উক্ত প্রশ্ন অনুযায়ী i) “said to” পরিবর্তে asked ii) that না বসে where বসেছে W/H এর নিয়ম অনুযায়ী, iii) you এর পরিবর্তে I বসেছে , কারণ me আছে তাই, iv) “live” main verb তাই “lived” বসেছে, কারণ Simple Present Tense থেকে Simple Past Tense হয়েছে। আর তাছাড়া আমরা জানি Simple Past Tense এর গঠন হল Subject + Verb 2 form + Object বসে।

Q4) The doctor said the patient, “Are you feeling better today?”


A) The doctor asked the patient that if he was feeling better that day.

B) The doctor asked the patient if he was feeling better that day.

C) The doctor told the patient if he is feeling better that day.

D) The doctor asked the patient he was feeling better today.

Answer : B) The doctor asked the patient if he was feeling better that day.
Explanation : চলো জেনে নেওয়া যাক, কি করে হলো — i) said to এর পরিবর্তে asked হলো কারণ Interrogative বা প্রশ্নবোধক বাক্য আছে তাই, এটি Interrogative sentence আছে, তাই that এর পরিবর্তে W/H word (Who,when,what,which,how etc) যাই থাকুক না কেনো সেটিই (W/H) বসে যাবে। তাই উক্ত প্রশ্ন অনুযায়ী i) “said to” পরিবর্তে asked ii) that না বসে where বসেছে W/H এর নিয়ম অনুযায়ী, iii) you এর পরিবর্তে I বসেছে , কারণ me আছে তাই, iv) “live” main verb তাই “lived” বসেছে, কারণ Simple Present Tense থেকে Simple Past Tense হয়েছে। আর তাছাড়া আমরা জানি Simple Past Tense এর গঠন হল Subject + Verb 2 form + Object বসে।

Q5) The teacher said to me, “have you submitted your project?”


A) The teacher asked me if I had submitted my project.


B)The teacher asked me if I has submitted my project.


C)The teacher asked me if I had been submitted my project.


D) The teacher asked me if I have submitted your project.


Answer : A) The teacher asked me if I had submitted my project.

Explanation : চলো জেনে নেওয়া যাক, কি করে হলো — চলো জেনে নেওয়া যাক, কি করে হলো — i) said to এর পরিবর্তে asked হলো কারণ Interrogative বা প্রশ্নবোধক বাক্য আছে তাই, ii) that না বসে if বসেছে কারণ হলো, interrogative sentence টি Auxiliary Verb (are, is, am, was, were, has, have, had etc) আছে। iii) your ছিল তাই my বসেছে। iv) have, has যদি থাকে তাহলে had বসে, তাই এখানে have এর পরিবর্তে had বসেছে, Present Perfect tense পরিবর্তিত হয়ে Past Perfect Tense হয়েছে।

Related Posts

ReasoningTest-03

Q1) Candle : Wax :: Paper : ? a)Wood b)Tree c)Bamboo d)Pulp View Answer Answer : D) Pulp Q2) Calendar : Dates :: Dictionary : ? a)Vocabulary b)Language c)Words d)Book…

Continue Reading

ReasoningTest-02

Q1) Ornithology : Birds :: Anthropology : ? a)Plants b)Fruit c)Mankind d)Flower View Answer Answer : C) Mankind Explanation : Ornithology মানে Birds বা পক্ষীবিদ্যা, তেমনি Anthropology = Mankind মানে…

Continue Reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *