Q1) There were only two/ soldiers but each and every/ soldier was equal/ to five policemen./ No Error
A) There were only two
B) soldiers but each and every
C) soldier was equal
D) to five policemen
E) No Error
Explanation : “Each and every” এর ব্যবহার আমরা দুই এর বেশি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু খেয়াল রাখবে Each এর ব্যবহার কেবলমাত্র দুই ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে আমরা ব্যবহার করবো। তাই আমরা উক্ত বাক্যে “each and every” এর পরিবর্তে “Each” ব্যবহার করবো, কারণ Two Soldiers এর কথা বলা হয়েছে।
Q2) The ten captains/ had each an / achievement of/ his own./ No Error.
A) The ten captains
B) had each an
C) achievement of
D) his own
E) No Error
Explanation : এখানে কোথাও ভুল নেই অর্থাৎ বাক্যটি শুদ্ধ আছে, কিন্তু পরীক্ষায় “his” এর পরিবর্তে “their” লিখে ভুল করতে দেই, আর their থাকলেই বাক্যটি ভুল হয়ে যাবে।
Q3) These sort of men/ attain worldly success by hook or by crook, / so they deserve to/ be looked down upon./ No Error
A) These sort of men
B) attain worldly success by hook or by crook,
C) so they deserve to
D) be looked down upon
E) No Error
Explanation : “These” আমার ব্যবহার করি Plural বা বহুবচনের ক্ষেত্রে, তাই “Sort” শব্দটি আমাদের Plural করতেই হবে, তাই “sort” এর পরিবর্তে “sorts” হবে।
Q4) In spite of facing/ much problems, he did not/ desert the path/ of honesty./ No Error
A) In spite of facing
B) much problems, he did not
C) desert the path
D) of honesty.
E) No Error
Explanation : “Much” এর পরিবর্তে আমরা “Many” ব্যবহার করবো, কারণ আমরা জানি, “Much” ব্যবহার হয় Uncountable Noun (যা গণনা করা যায় না) এর ক্ষেত্রে। এবং “Many” ব্যবহার করবো Countable Noun (যা গণনা করা যায়) এর ক্ষেত্রে। তাই উক্ত প্রশ্নে “Problems” এর কথা বলা হয়েছে, যা একটি Countable Noun মানে এটিকে গণনা করা যায়। ( দুইটি প্রবলেম, তিনটি প্রবলেম ইত্যাদি). So, right answer is — “Many problems, he did not”
Q5) Can you tell me how/ many eggs and/ milk he has brought/ home ?/ No Error
A) Can you tell me how
B) many eggs and
C) milk he has brought
D) home ?
E) No Error
Explanation : “Many eggs and milk” এই অংশে ভুল আছে, কারণ এর আগে আমরা জেনেছি যে, Countable Noun এর আগে “Many” ব্যবহার করতে হয়, তাই এখানে “Many eggs” ঠিক আছে কারণ eggs(ডিম) গুলো গণনা করা যায়। কিন্তু অপরপক্ষে, Milk এর আগে কিছুই ব্যবহার না হওয়ার কারণে, আমরা কি Many ব্যবহার করবো? না, কারণ হল Milk, water এই সব গণনা করা যায় না মানে Uncountable Noun, তাই এদের আগে নিশ্চয় Much ব্যবহার করতে হয়, আগেই আমরা জেনেছি। So, right answer is— “how many eggs and how much milk”