Biology Mock-02

Q1) কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায় ?

A)ভিটামিন A

B)ভিটামিন C

C)ভিটামিন D

D)ভিটামিন E

Answer : B) ভিটামিন C

Q2) জীববিদ্যার জনক কাকে বলা হয় ?

A)থিও ফ্রাস্টাস

B) আরিস্টটল

C)কেরলাস লিনিয়াস

D) গ্রেগর জোহান মেন্ডেল

Answer : B) আরিস্টটল

Q3) ফুসফুসে বায়ুর পরিমাণ নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ?

A)স্পিফমোম্যানোমিটার

B) ব্যারোমিটার

C) স্পাইরোমিটার

D) হাইগ্রমিটার

Answer : C) স্পাইরোমিটার

Q4) বিজ্ঞানীর কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় ?

A)ইনটোমলজি

B) অর্নিথলজি

C)এপিকালচার

D) আন্থ্রপলজি

Answer : A) ইনটোমলজি

Q5) “শর্তাধীন প্রতিবর্তক্রিয়া” কে আবিষ্কার করেন ?

A)প্যাভলভ

B)ডারউইন

C)ডি ভ্রিস

D)কোভিয়ার

Answer : A) প্যাভলভ

Q6) “ইকোলজি” শব্দটি কে প্রবর্তন করেন ?

A)ট্রান্সলে

B)হেকেল

C) ওডাম

D)কর্মেন্দি

Answer : B) হেকেল

Q7) পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু কোনটি ?

A)লাইসোজোম

B) রাইবোজোম

C) মাইটোকনড্রিয়া

D) ER

Answer : B) রাইবোজোম

Q8) নিচের কোন উৎসেচকটি মুখবিবরে লালা রসে পাওয়া যায় ?

A)পেপ্সিন

B)লাইপেজ

C)এমাইলেজ

D) টায়ালিন

Answer : D) টায়ালিন

Q9) দ্বিপদ নামকরণের প্রবক্তা কে ?

A)কোনডলা

B) হাচিনসন

C) ক্যারোলাস লিনিয়াস

D)বেন্থাম হুকার

Answer : C) ক্যারোলাস লিনিয়াস

Q10) মানব পুষ্টির চতুর্থ পর্যায় কোনটি ?

A)খাদ্যগ্রহণ

B) আত্তীকরণ

C)বহিষ্করণ

D)পরিপাক

Answer : B) আত্তীকরণ

Q11) এইডস কোন পরীক্ষার সাহায্যে চিহ্নিত করা যায় ?

A)ELISA টেস্ট

B) VDRL টেস্ট

C)FTA – ABS টেস্ট

D)TPHA টেস্ট আত্তীকরণ

Answer : A) ELISA টেস্ট

Q12) 28 শে ফেব্রুয়ারি কোন দিবস পালন করা হয় ?

A)বিশ্ব এইডস দিবস

B)জাতীয় বিজ্ঞান দিবস

C) আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস

D) বিশ্ব পরিবেশ দিবস

Answer : B) জাতীয় বিজ্ঞান দিবস

Q13) সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কি ?

A)জল

B)কার্বন ডাই অক্সাইড

C) ক্লোরোফিল

D) গ্লুকোজ

Answer : A) জল

Q14) নিচের কোনটি দ্বিশরকরার উদাহরণ ?

A)গ্লুকোজ

B)ফ্রুক্টোজ

C)সুক্রোজ

D)শেটসার

Answer : C) সুক্রোজ

Q15) Rh ফ্র্যাক্টর আসলে কি ?

A)ভাইরাস

B)এন্টিজিন

C)অ্যান্টিবডি

D) শর্করা

Answer : B) এন্টিজিন

Q16) কুমিরের হৃদপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট হয় ?

A)তিন

B)চার

C) দুই

D)কোনটিই নয়

Answer : B) চার

Q17) ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঅঙ্গ ?

A)কেঁচো

B)চিংড়ি

C)আরশোলা

D)রুই মাছ

Answer : C) আরশোলা

Q18) “কোষের মস্তিষ্ক” কাকে বলে ?

A)মাইটোকনড্রিয়া

B)ক্লোরোপ্লাস্ট

C)নিউক্লিয়াস

D)সেন্ট্রিওল

Answer : C) নিউক্লিয়াস

Q19) কোন কোষীয় অঙ্গাণুকে “আত্মঘাতী থলি” বলে ?

A)রাইবোজোম

B)লাইসোজোম

C)মেসোজোম

D)মাইট্রোকনড্রিয়া

Related Posts

Biology Mock-03

Q1) “ইকোলজি” শব্দটি প্রণয়ন করেন কোন বিজ্ঞানী ? View Answer Answer : ট্রান্সলে Q2) “ইকোলজিতে” কোন বিষয় সম্পর্কে আলোচিত হয়? View Answer Answer : জীব ও পরিবেশের সম্পর্ক Q3) জলাশয়ে…

Continue Reading

Biology Mock Test-01

Q1)বায়ুমন্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত ? A) 77.17 ভাগ B) 20.60 ভাগ C) 0.03 ভাগ D) 0.80 ভাগ View Answer Answer : B) 20.60 Explanation : নাইট্রোজেন: ৭৮.০৯ ভাগ অক্সিজেন:…

Continue Reading

One thought on “Biology Mock-02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *