Biology Mock Test-01

Q1)বায়ুমন্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত ?

A) 77.17 ভাগ

B) 20.60 ভাগ

C) 0.03 ভাগ

D) 0.80 ভাগ

Answer : B) 20.60
Explanation : নাইট্রোজেন: ৭৮.০৯ ভাগ অক্সিজেন: ২০.৯৫ ভাগ আর্গন: ০.৯৩ ভাগ কার্বন ডাইঅক্সাইড: ০.০৩ ভাগ অন্যান্য গ্যাসের মিশ্রণ (নেভি): স্পর্শমাত্রায় ০.০৩ ভাগ।

Q2) কোন ভিটামিনটি  ফ্যাটে দ্রবীভূত হয় ?

A)ভিটামিন B

B)ভিটামিন D

C)ভিটামিন C

D)ভিটামিন P

Answer : B) ভিটামিন D
Explanation : ভিটামিন A,D,E,K মানে (এদিকে আয়) মনে রাখলেই হবে।

Q3) ক্লোরোফিল অণুতে কোন খনিজ পদার্থ পাওয়া যায় ?

A)Fe

B)Cu

C)Mg

D)Mn

Answer : C) MG
Explanation : ক্লোরোফিল অণুতে আমরা প্রায়ই ম্যাগনেসিয়াম (Mg) পাই। ম্যাগনেসিয়াম হল ক্লোরোফিলের মূল খনিজ পদার্থ। এটি ক্লোরোফিল মৌলিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অংশ।

Q4) বর্ণালীর কোন রং এ সালোকসংশ্লেষ সবচেয়ে ভালো হয় ?

A)লাল

B)নীল

C)হলুদ

D)কোনটিই নয়

Answer : A) লাল
Explanation : প্রধান সালোকসংশ্লেষকারী অঙ্গ – পাতা, সালোকসংশ্লেষের প্রধান স্থান – মেসোফির কলা, সালকসংশ্লেষকারী অঙ্গানু -ক্লোরোপ্লাস্ট, সালোকসংশ্লেষে প্রধান রঞ্জক – ক্লোরোফিল, সালোকসংশ্লেষ শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী বার্নেস 1898 সালে। সালোকসংশ্লেষের প্রধান তিনটি উপাদান হল – সূর্যালোক, জল এবং কার্বন-ডাই-অক্সাইড

Q5) কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ?

A)ভিটামিন A

B)ভিটামিন C

C)ভিটামিন D

D)ভিটামিন K

Answer : B) ভিটামিন C
Explanation : ভিটামিন C এর রাসায়নিক নাম অ্যাসকরবিক অ্যাসিড, ভিটামিন A এর অভাবে – রাতকানা রোগ, ভিটামিন ডি এর অভাবে – ছোটদের রিকেট এবং বড়োদের আস্তিওমলেশিয়া, ভিটামিন K এর অভাবে – রক্তাল্পতা, ভিটামিন E এর অভাবে – বন্ধ্যাত্ব, ভিটামিন B1 এর অভাবে – বেরিবেরি,

Q6) সর্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয় ?

A)A

B)B

C)O

D)AB

Answer : C) “O” GROUP
Explanation : “ও রক্ত দিলো আমার বাবাকে” লাইনটি মনে রাখতে হবে, ‘ও’ মানে O GROUP যে দান করে তাকে দাতা বলা হয়, আমার বাবাকে মানে আমার (A) & বাবাকে (B) = AB আমার বাবা গ্রহণ করছে বলে “সার্বজনিক গ্রহীতা” বলা হয়।

Q7) লজ্জাবতীর পাতার চলন কি প্রকারের চলন ?

A)নিকটিনস্টি

B)হায়পোনাস্টি

C)সিসমোনাস্টি

D)কেমোনাস্টি

Answer : C) সিসমোনাস্টি
Explanation : আরো কিছু জেনে রাখো – i)ফটোন্যাস্টি – পদ্মফুল, সূর্যমুখী, তেতুল ইত্যাদি উদ্ভিদ ii) থার্মোন্যাস্টি – টিউলিপ ফুল iii) কেমোন্যাস্টি – সূর্যশিশির,

Q8) দুধে কোন খাদ্য উপাদানের অভাব থাকে ?

A)Fe & vitamin C

B)Ca & Vitamin C

C)Vitamin A & Ca

D)Vitamin A & Fe

Answer : A) Fe & vitamin C
Explanation :

Q9) নিচের কোন হরমোনটি লোকাল হরমোন নামে পরিচিত ?

A)গাস্টিন

B)হিস্টামিন

C)ব্রাডিকাইনিন

D)আক্সিটোসিন

Answer : A) গাস্টিন
Explanation : i)বীজহীন ফল উৎপাদনের সাহায্যকারী হরমোন – অক্সিন ii) বীজের অঙ্কুরোদগমের সাহায্যকারী হরমোন – জীববেরেলিন, iii) উদ্ভিদে স্ট্রেস হরমোন – ইথিলিন, iv) বৃক্ষ থেকে নিঃসৃত হয়- ইথিলিন হরমোন, v) ইনসুলিনের অভাবে ঘটে – বহুমূত্র রোগ, vi) গলগন্ড রোগ হওয়ার কারণ হলো – আয়োডিনের অভাব

Q10) আইলেটস অফ লঙ্গড়হানস কোথায় অবস্থিত?

A)বৃক্কে

B)ট্রাকিয়ায়

C)অগ্নাশয়ের

D)পাকস্থলীতে

Answer : H/W
Explanation : প্রত্যেকে অনুরোধ করছি সঠিক উত্তরটি কমেন্ট করুন আমি দেখতে চাই আপনাদের প্রস্তুতি কেমন হচ্ছে।

Related Posts

Biology Mock-03

Q1) “ইকোলজি” শব্দটি প্রণয়ন করেন কোন বিজ্ঞানী ? View Answer Answer : ট্রান্সলে Q2) “ইকোলজিতে” কোন বিষয় সম্পর্কে আলোচিত হয়? View Answer Answer : জীব ও পরিবেশের সম্পর্ক Q3) জলাশয়ে…

Continue Reading

Biology Mock-02

Q1) কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায় ? A)ভিটামিন A B)ভিটামিন C C)ভিটামিন D D)ভিটামিন E View Answer Answer : B) ভিটামিন C Q2) জীববিদ্যার জনক কাকে বলা হয় ?…

Continue Reading

One thought on “Biology Mock Test-01

  1. Sir questions er ans gulo comments korte somossa। hoche comments box ta onek ta niche to

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *